টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে ...
এম এ সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী হতে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা।
আটক কৃত ওই মাদক ব্যবসায়ীরা আটোয়ারী উপজেলা ছেপড়াঝার গ্রামের মৃতঃ বুধুর ছেলে জাহিদুল ইসলাম (৪৩) এবং নদীডাঙ্গী গ্রামের রহিম উদ্দীনের ছেলে হায়দার আলী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ এপ্রিল) দিনগত রাতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আটোয়ারী উপজেলার ছেপড়াঝার এলাকায় ৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ ধৃত ওই ব্যবসায়ীদ্বয়কে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (ক), ১৪ (খ) অনুযায়ী আটোয়ারী থানা একটি মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।
পাঠকের মতামত