প্রকাশিত: ১৮/০৪/২০২২ ৫:০৬ অপরাহ্ণ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ হাজার ৫শ' টাকা জরিমানা আদায়

কাপ্তাই প্রতিনিধি।।কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার(১৮ এপ্রিল) বিকেলে। কাপ্তাই জেটিঘাট বাজারে উপজেলা

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন দোকানীকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকান থেকে পাওয়া মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনাকালীন কাপ্তাই জেটিঘাট চিটাগং স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে জেটিঘাট ক্যাফে আজিজ হোটেলকে একই আইনে ৮ হাজার টাকা এবং সজল দাশের দোকানকে ৫শ’ টাকাসহ মোট ৩ টি মামলায় ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...