প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেছেন- দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এক্ষেত্রে সরকারি যাকাত তহবিলের কার্যক্রম সরকারের বলিষ্ঠ প্রদক্ষেপ। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে সরকারি যাকাত তহবিলে যাকাতদানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার উদ্যোগে বিত্তবান ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও প্রণয় চাকমা এ আহবান জানান। সোমবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধর্মীয় দৃষ্টিতে যাকাতের গুরুত্ব তুলে ধরেন- ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আমান উল্লাহ।
এতে আরো বক্তব্য রাখেন- রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, পানিরছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মমতাজ আহমদ, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক, মাওলানা নুরুল আজিম, মাওলানা জামাল উদ্দিন আনছারী প্রমূখ।
মতবিনিময় সভায় রামু উপজেলার ইমাম, খতিব, বিশিষ্ট বিত্তবান, দানশীল ব্যক্তি সহ দুই শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
পাঠকের মতামত