প্রকাশিত: ১০/০৪/২০২২ ৬:১৯ অপরাহ্ণ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে অভিযানে মামলা ও জরিমানা আদায়

 

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে রবিবার বিকেলে। এসময় ভ্রাম্যমান আদালত ১০ টি মামলায় ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করে।

ওইদিন বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাপ্তাই নতুন বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১২ ধারায় ১ জন দোকানদারকে ১টি মামলায় ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৯ টি মামলায় ৯ হাজার ৭শ’ সহ মোট ১০ টি মামলায় ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...