প্রকাশিত: ০৯/০৪/২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে। হারবাং ইউনিয়নের দফদার মোহাম্মদ শাহেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার দিল মোহাম্মদের পুত্র।

এলাকাবাসি জানায়, এদিন সন্ধ্যা ৬টার দিকে হারবাং ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছের একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের সাথে মোবাইল ফোন সেটে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলেই মারা যায়।

 

সন্ধ্যার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...