প্রকাশিত: ০৬/০৪/২০২২ ৩:৪২ অপরাহ্ণ , আপডেট: ০৬/০৪/২০২২ ৮:৩২ অপরাহ্ণ
সাংবাদিক সুজনের ওপর হামলায় কক্সবাজার অনলাইন প্রেসক্লাব'র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

ওয়ান নিউজ ডটকম’র সম্পাদক ও সিইও ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের দপ্ততর সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার অনলাইন প্রেসক্লাব।

হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার প্রতিষ্ঠিত পালং নার্সিং ইনস্টিটিউটের কাছে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সুজন।

কক্সবাজার অনলাইন প্রেসক্লাব’র সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক সারওয়ার সাঈদ এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের। যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...