প্রকাশিত: ০৬/০৪/২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ
চাঁদাবাজি করার সময় আসল র‍্যাবের হাতে দুই নকল র‍্যাব আটক

 

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দুজনকে আটক করেছে র‌্যাব ১৫।

সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ফয়েজ উদ্দিন (১৯) ও নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাপাড়া এলাকার মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ আল আমিন (৩৩)।

এ সময় সুমন মুন্সি (৩০) নামের আরও একজন পালিয়ে যায়।

পলাতক ব্যক্তি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে।

কক্সবাজার র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজাপালংয়ের হাজেমপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দুজন র‌্যাব পরিচয়ধারী ব্যক্তিকে আটক করে।

আসামিদের বরাদ দিয়ে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সত্যতা স্বীকার করে জানায়, তাদের ভাড়া বাসায় চাঁদাবাজিতে ব্যবহৃত র‌্যাব জ্যাকেট, র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের নিকট হতে আদায়কৃত অর্থ ও অন্যান্য জিনিসপত্র রয়েছে।

তাদের দেয়া তথ্যমতে ভাড়া বাসায় তল্লাশি করে ২টি র‌্যাবের জ্যাকেট (নকল), ১টি পিস্তলের কভার, ১টি রিভলবার সদৃশ লাইটার, ১টি স্টিলের ছুরি এবং তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করা ২১শ টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...