প্রকাশিত: ০৬/০৪/২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ
পালানোর সময় আরো ৮০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাচ্ছে । মঙ্গলবার পালিয়ে যাওয়ার প্রাক্কালে উখিয়া স্টেশনে আশেপাশে অভিযান চালিয়ে ৮০জন রোহিঙ্গা নাগরিককে আটক করে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করেছে উখিয়া থানার পুলিশ৷

সুত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোষ্টে না থাকার সুযোগে রোহিঙ্গারা নির্ভয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় উখিয়া স্টেশনের আশেপাশে অভিযান চালিয়ে ৮০জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে এসব রোহিঙ্গাদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে৷

এর আগেও ৪ এপ্রিল একই ভাবে ক্যাম্প থেকে পালানোর সময় উখিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮৪জন রোহিঙ্গা নাগরিকসহ ৬দালালকে আটক করে। একইদিনে টেকনাফ থানা পুলিশ ৫০জন রোহিঙ্গাকে আটক করে।

একই ভাবে ২১ মার্চ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ১০০ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

এর ৪দিন পর গত ২৫ মার্চ টেকনাফের বাহারছড়া উপকূল থেকে ৫৪জন রোহিঙ্গা নারী-পুরুষ শিশুকে আটক করা হয়।

এসব রোহিঙ্গারাও ক্যাম্প থেকে পালিয়ে কেউ কেউ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আবার কেউ কেউ পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...