প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
রামুতে বেওয়ারিশ লাশ দাফন
নিজস্ব প্রতিবেদক:
রামুতে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ময়না তদন্তের শেষে কক্সবাজার পৌরসভার সহযোগিতায় অজ্ঞাত লাশটি দাফন করা হয় বলে জানিয়েছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
এই বিষয়ে রামু থানার মামলা নং-৬১, তাং -৩০/৩/২২ইং,ধারা- ২০১৮সনের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ রুজু হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গত ২৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব মেরংলোয়া গ্রামস্থ পুরাতন বাইপাস ব্রিজের পাশে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সি মুসলিম ধর্মাবলম্বী এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।
রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। শত চেষ্ট করেও তার পরিচয় না পেয়ে পুলিশ  কক্সবাজার পৌরসভার সহযোগিতায় লাশটি দাফন করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...