নিজস্ব প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫।
সে ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।
গত রোববার দিবাগত রাত দেড় টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার কক্সবাজার র্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য জানান।
র্যাব সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে কামাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে শপিং ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত