প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৬:১১ অপরাহ্ণ
তওসিফ মাহমুদ জাওয়াদ এর লেখা কবিতা "বই"

উপরে ওঠার সিঁড়িটা কোথায়?
খুঁজতে খুঁজতে ঘামি।
সামনে ছোটার রাস্তা কোথায়?
ভাবতে ভাবতে থামি!

সতেজ গন্ধ মিলবে কোথায়?
কেবল খুঁজি আমি,
বাঁচার ছন্দ খুঁজে খুঁজে নিতে
হবো কার অনুগামী?

খোলা আকাশের হাতটা কোথায়?
ধরতে বাইরে নামি।
হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে
হতে চাই দূরগামী।

ভাবছি আমি খুলবো দু’হাতে
স্বপ্নের রাঙা খাম..,
আলোর ঠিকানা পেয়ে যাই যদি!
তাই বই হাতে রাখি
এসো বনি সবে দামের চেয়ে দামি।

লেখকঃ- শিক্ষার্থী, দশম শ্রেণি তানযীমুল উম্মাহ চট্টগ্রাম।

পাঠকের মতামত

আজ শুভ “বুদ্ধ পূর্ণিমা”

  নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ “বুদ্ধ পূর্ণিমা” আজ। দেশের প্রতিটি বৌদ্ধ ...
বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু -শিমুল বড়ুয়া উনন দাদুর কাছে শুনেছিলাম বঙ্গবন্ধুর নাম- টুঙ্গি পাড়ায় জন্ম তাহার খোকা আদুরে ...
একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছি: প্রধানমন্ত্রী

একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছি: প্রধানমন্ত্রী

সিএসবি-টুয়েন্টিফোর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মহান একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে ...