রামু ৪দিন ব্যাপী গ্রন্থ মেলা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি:: ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০০০ ঘটিকায় রামু ক্যান্টনমেন্ট ...
উপরে ওঠার সিঁড়িটা কোথায়?
খুঁজতে খুঁজতে ঘামি।
সামনে ছোটার রাস্তা কোথায়?
ভাবতে ভাবতে থামি!
সতেজ গন্ধ মিলবে কোথায়?
কেবল খুঁজি আমি,
বাঁচার ছন্দ খুঁজে খুঁজে নিতে
হবো কার অনুগামী?
খোলা আকাশের হাতটা কোথায়?
ধরতে বাইরে নামি।
হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে
হতে চাই দূরগামী।
ভাবছি আমি খুলবো দু’হাতে
স্বপ্নের রাঙা খাম..,
আলোর ঠিকানা পেয়ে যাই যদি!
তাই বই হাতে রাখি
এসো বনি সবে দামের চেয়ে দামি।
লেখকঃ- শিক্ষার্থী, দশম শ্রেণি তানযীমুল উম্মাহ চট্টগ্রাম।
পাঠকের মতামত