সুইডেনে বিশ্বকবি ও জাতীয় কবি নজরুলের জন্ম বার্ষিকী পালন
কাপ্তাই প্রতিনিধি : বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি নজরুল ...
উপরে ওঠার সিঁড়িটা কোথায়?
খুঁজতে খুঁজতে ঘামি।
সামনে ছোটার রাস্তা কোথায়?
ভাবতে ভাবতে থামি!
সতেজ গন্ধ মিলবে কোথায়?
কেবল খুঁজি আমি,
বাঁচার ছন্দ খুঁজে খুঁজে নিতে
হবো কার অনুগামী?
খোলা আকাশের হাতটা কোথায়?
ধরতে বাইরে নামি।
হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে
হতে চাই দূরগামী।
ভাবছি আমি খুলবো দু’হাতে
স্বপ্নের রাঙা খাম..,
আলোর ঠিকানা পেয়ে যাই যদি!
তাই বই হাতে রাখি
এসো বনি সবে দামের চেয়ে দামি।
লেখকঃ- শিক্ষার্থী, দশম শ্রেণি তানযীমুল উম্মাহ চট্টগ্রাম।
পাঠকের মতামত