প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৩:৩২ অপরাহ্ণ , আপডেট: ০৪/০৪/২০২২ ৪:০০ অপরাহ্ণ
উখিয়ার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ১৩৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বাজারগুলোতে অভিযান পরিচালনা করে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার সকালে রোহিঙ্গারা বের হয়ে বিভিন্ন জায়গা যাওয়ার সময় তাদের আটক করা হয়।

প্রতিদিন এভাবে রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে। হোটেল, রেস্তোরাঁ, ইটভাটা ও পরিবহণ শ্রমের পাশাপাশি কেউ কেউ মাদক-অস্ত্রসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে এমনটি বলেছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ।

তিনি থানা পুলিশের এ ধরণের অভিযান নিয়মিত করা জরুরী বলে মনে করেন।

আটক রোহিঙ্গাদের আইনী প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...