প্রকাশিত: ০৩/০৪/২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
চন্দ্রঘোনায় ইয়াবা,চোলাই মদসহ আটক-১

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে গত শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায়।

চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কয়লার ডিপু সিঁড়িঘাট এলাকা থেকে ওই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরোদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে রবিবার সকালে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ আশরাফ উদ্দিন, এএসআই আরিফুর রহমান, এএসআই মোঃ মামুনুর রসিদ, এএসআই জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ওইদিন সন্ধ্যায় কয়লার ডিপু সিঁড়িঘাট থেকে মাদক পাচারের প্রস্তুতিকালে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ লিটার চোলাই মদসহ নুরুল ইসলাম (৩২), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-ছাদেকেরঘোনা, জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তপুর, উপজেলা-রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করা হয়।

তার বিরোদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে রবিবার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...