নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির ডাম্পার গাড়ির ধাক্কায় হাজেরা বিবি (৬) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সে ক্যাম্প ৩ সি২ ব্লকের রহিম উল্লাহর মেয়ে।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে মধুছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৩ এর রোড়ের অভিমুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, নিহত হাজেরা বিবি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ নাঈমুল হক নিপু।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেও ডাম্পার চাপায় ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরো দুইজন।
পাঠকের মতামত