প্রকাশিত: ২৩/০৩/২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
নাফনদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হয়নি।
আজ বুধবার সকাল দশটার দিকে উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী থেকে এই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...