
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জীবন বীমার ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে অবস্থিত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের মাঠে কোম্পানির বিএম ইনচার্জ আসমাউল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমার উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন ও শাখা কার্যালয়ের শুভ উদ্ধোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
বিশেষ অতিথি হিসেবে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ঢাকা কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল, পঞ্চগড় শাখা কার্যালয়ের জিএম মোঃ রফিকুল ইসলাম, ডিজিএম (উন্নয়ন) মোঃ ময়নুল ইসলাম উপস্থিত থেকে বীমা বিষয়ক আলোচনা করেন।
এ সময় বীমা কম্পানির বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সহ, বীমা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিমা গ্রহিতাদের পুরস্কার বিতরণ করা হয়।
পাঠকের মতামত