প্রকাশিত: ১৭/০৩/২০২২ ২:৩৯ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক ॥
রোহিঙ্গা ক্যাম্প থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

আটক রোহিঙ্গা নাম ওমর ফারুক (২৪)। সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১২ এর জি-১ ব্লকের সলিমুল্লার ছেলে। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি তালিকাভুক্ত দুষ্কৃতকারী বলে জানা যায়।

৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, আটক ওমর ফারুক ক্যাম্প-১২ এর তালিকাভুক্ত দুষ্কৃতকারী। সে মিয়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েক দিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২তে অবস্থান করছিল।

পুনরায় মিয়ানমার ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩ এর কাঠালতলী বাজারে গিয়েছিলেন; যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...