প্রকাশিত: ১৭/০৩/২০২২ ১২:৩১ অপরাহ্ণ , আপডেট: ১৭/০৩/২০২২ ১২:৩২ অপরাহ্ণ
দুই'শ বোতল ফেনসিডিলসহ অটোরিকশা জব্দ, আটক-১

 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র।

ধৃত ওই মাদক ব্যবসায়ী তোড়িয়া ইউনিয়নের দারখোর নদীডাঙ্গী গ্রামের মৃতঃ ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭.৪০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রন্জু আহমেদের দিকনির্দেশনায়, এএসআই জাকিরুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স খবিরুল ও খোকন’কে নিয়ে মাদকবিরোধী অভিযানে যায়।

পরে সুখ্যাতী- ধাইধাইপাড়া পাকা রাস্তার মাঝামাঝি ব্রিজ সংলগ্ন রাস্তায় একটি অটোরিকশা দেখতে পায়। সেই অটোরিকশার সিটের নিচে থাকা ভারতীয় দুটি হলুদ রঙের বস্তা তল্লাশি করে দুই’শ বোতল ফেনসিডিল এবং একটি অটোরিকশা সহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

ধৃত ওই আসামীকে আটোয়ারী থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...