নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী জসিম হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি মোহাম্মদ নয়নকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
আটক নয়ন উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের রুমখা ক্লাসপাড়া এলাকার বদিউল আলমের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক জানান, গত ১০ ফেব্রুয়ারি রাতে ব্যবসায়ী জসিম উদ্দিন মরিচ্যাবাজারস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের ৫দিন পর জসিম উদ্দিনের ব্যবসায়িক গোডাউন থেকে তার গলিত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মোহাম্মদ নয়নকে প্রধান আসামি করে মামলা করে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই নয়ন আত্মগোপন করে। ঘটনায় কক্সবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে ছায়াতদন্ত শুরু করে র্যাব।
তিনি জানান, গত ৩-৪ তিন ধরে মোহাম্মদ নয়ন (২৮) জালিয়াপালং এলাকায় আত্মগোপন করেছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত