প্রকাশিত: ১৫/০৩/২০২২ ৪:১৭ অপরাহ্ণ
নগদ টাকা ও স্বর্ণের বারসহ রোহিঙ্গা নারী আটক

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকা ও একটি স্বর্ণের বারসহ আজিদা (২০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ৮-এপিবিএন।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোররাতে তাকে আটক করা হয়।

আটক নারী বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ (ব্লক-জি/২৯) এর আরাফাত এর স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন-এর পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন আজিদার বসতঘরে অভিযান পরিচালনা করে স্বর্ণের বার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায় মাদকদ্রব্য বিক্রির মাধ্যমে অর্জিত টাকা দিয়ে ওই স্বর্ণের বার কেনা হয়েছিল। এছাড়া নগদ টাকাগুলো মাদক বিক্রি করে আয় করেছিল।

জব্দকৃত স্বর্ণের ওজন ১৪ ভরি ৪ আনা বলে জানা গেছে। স্বর্ণ ও টাকাসহ আটক নারীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...