প্রকাশিত: ১৪/০৩/২০২২ ১১:১৯ অপরাহ্ণ
কাপ্তাইয়ে হত্যাকান্ডে জড়িত মা-মেয়ে আটক

 

কাপ্তাই প্রতিনিধি:
হাসিনা আক্তার সুমি হত্যা মামলায় আটক করা হয়েছে দু’জনকে। তারা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। আটক আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

নিহত হাসিনা আক্তার সুমির মা আমেনা বেগমের দায়ের করা মামলার দু’দিনের মাথায় ৩ আসামীর মধ্যে ২ জনকে আটক করলো পুলিশ।

সোমবার আটকের পর কাপ্তাই থানা পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে হত্যায় জড়িত হাজেরা বেগম (৫২), রুমি (২৫) কে রাঙামাটি জেল হাজতে প্রেরণ করে।

হত্যায় জড়িত অপর আসামী রুমির স্বামী বাবলু বড়ুয়া বর্তমানে পলাতক রয়েছে।

আটক দু’জন সম্পর্কে মা-মেয়ে বলে থানা সূত্রে জানা গেছে।

তদন্ত কর্মকর্তা কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান জানান, আটককৃতদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন জানান, এটা নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। সুমিকে হত্যা করা হয়েছে মাদক সংক্রান্ত বিষয়ের কারণে। নিহতের মা আমেনা বেগম বাদি হয়ে গত রবিবার ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। আটক দু’জন মা ও মেয়ে। অপর পলাতক আসামীকে অচিরেই আটক করতে সক্ষম হবে বলে ওসি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ শনিবার বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে
মুখমন্ডল জ্বলসানো সুমির লাশ উদ্ধার করে পুলিশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...