প্রকাশিত: ২৮/০২/২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
উখিয়ায় বিজিবি'র অভিযানে ১লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায়  বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।এ সময় কাউকে আটক করা যায়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির বলেন , গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবা পাহাড়ে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকলে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে।
এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা ফায়ার করে। এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...