প্রকাশিত: ২৬/০২/২০২২ ১:২০ পূর্বাহ্ণ
মান্দা (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর মাদায় ট্রাক্টরেররধাক্কায় মছির উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মছির উদ্দিন উপজলার বিষ্ণুপুর ইউনিয়নর দাসপাড়া গ্রামর মত মহির উদ্দিনর ছেলে।
আজ শুক্রবার বলা ১২টার দিক জাতবাজার-বাদাইখাড়া এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফকির্নি নদীর মাহনা থক বাদাইখাড়া সড়কর বর্ধিতকরণ ও সংস্কার কাজ চলছে। পুরাতন এ সড়কের ইটের খােয়া খননের সাহায্য তুলে ট্রাক্টরের সাহায্য সরিয়ে নেওয়া হচ্ছিল। এ কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ধাক্কায় আহত হয় পরে মারা যান তিনি।
মাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...