প্রকাশিত: ২২/০২/২০২২ ১:০২ পূর্বাহ্ণ
কক্সবাজার ৮৫টি পাসপোর্টসহ প্রতারক আটক

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঈদগাঁও উপজেলায় র‍্যাবের অভিযানে পাসপোর্ট ও নকল সীলসহ আব্দুল জলিল নামে একজন প্রতারককে আটক করেছে র‌্যাব-১৫।

রবিবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও বাঁশঘাট এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

সোমবার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি (ল অ্যান্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও বাঁশঘাটা রোডের মোক্তার প্লাজা মার্কেটের ২য় তলায় সাউথ ওভারসীজ অফিসে অভিযান চালিয়ে আব্দুল জলিল (৩৫) নামে একজন আটক করে ও তার আরেক সহযোগী নাজির হোসেন ভুট্টো (৪৩) কৌশলে পালিয়ে যায়।

এসময় অফিস কক্ষ তল্লাশী করে ৮৫টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৯টি সীলমোহর, ২টি স্ট্যাম্প প্যাড, ৩টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত আব্দুল জলিল জানান পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...