
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টার দিকে উখিয়া কলেজ শহীদ মিনারে সালাম, জব্বার, রফিক, বরকত, সফিউরসহ সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ কর্তৃপক্ষ।
উখিয়া কলেজ অধ্যক্ষ অজিত কুমার দাশ এর সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরণে অমর একুশের আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষক পরিষদের সেক্রেটারী অধ্যাপক সৈয়দ আকবর, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক তহিদুল আলম তহিদ, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান মো: আলমগীর মাহমুদ, অর্থনীতির প্রভাষক নুরুল মাসুদ ভুইয়া, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব।
পাঠকের মতামত