প্রকাশিত: ১৮/০২/২০২২ ৯:২৪ অপরাহ্ণ
রোহিঙ্গা মাঝি হত্যাকান্ডের ঘটনায় আটক-২
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি আবুল কালাম হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ  ব্যাটালিয়ন (এপিবিএন)সদস্যরা।
আটককৃতরা হলো উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এ-১১ ব্লকের মৃত এজাহার মিয়ার ছেলে শামসু আলম(৪৬) ও ক্যাম্প-২ ইস্টের ডি-১ ব্লকের মৃত মো. হোসেনের ছেলে আব্দুল কাদের(২৬)।
আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।  ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক সত্যতা নিশ্চিত করেন।
তিনি  আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গাকে নিজ নিজ বসতঘর হতে আটক করে।
রোহিঙ্গা মাঝি হত্যাকান্ডের ঘটনায় আটক-২
তারা রোহিঙ্গা সাব মাঝি আবুল কালাম হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং তাদের স্বভাব চরিত্র খারাপ।
সাব-মাঝি আবুল কালাম হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
উল্লেখ্য,১৩ ফেব্রুয়ারি ভোরে ক্যাম্প-২ ইস্টে রোহিঙ্গাদের মারধরে সাব মাঝি আবুল কালাম কে হত্যা করে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...