প্রকাশিত: ১৭/০২/২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
উখিয়ায় ১৯১ ভরি অবৈধ স্বর্ণসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯১ ভরি অবৈধ স্বর্ণসহ করিম আলী (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি বলেন, প্রশাসনকে ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ স্বর্ণ পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে উপজেলার পালংখালী সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করার চেষ্টা চালায়।

খবর পেয়ে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল পালংখালী এলাকায় বিশেষ কৌশলে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে এক পাচারকারীকে আটক করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, আটক ব্যক্তিকে তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ২৬লাখ ০৯ হাজার ৪শ ৫৯ টাকা।

গ্রেপ্তার চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও তিনি জানায়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...