টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে ...
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের ২টি অবৈধ ইট-ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার(ভূমি) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট-ভাটা দুটিকে ১লাখ টাকা জরিমানাও করা হয়।
উল্লেখ্য, জানুয়ারির ২৫তারিখে হাইকোর্ট বিভাগের একটি রিটের আদেশ মূলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফরিদ আহমদের ১টি ও সোনাইছড়ি ইউনিয়নের ফজল করিম নামের ১টিসহ মোট ২টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত