
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, জাহাঙ্গীর কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়াসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিটে) শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাচ ধারন, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের শুদ্ধ নাম উল্লেখ পূর্বক বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নেয়।
পরে উপস্থিত সকলের সাথে বিশ্ব ভালোবাসা দিবসের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও নিজাম।
পাঠকের মতামত