
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও অন্যানের মধ্যে ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, অফিসার ইনচার্জ মোঃ একেএম মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রধান, বনিক সমিতি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, রাত ১২.০১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাচ ধারন, সকালে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, যোহরের নামাজ শেষে বিশেষ মোনাজাত সহ বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পাঠকের মতামত