প্রকাশিত: ১১/০২/২০২২ ১০:৫২ অপরাহ্ণ
মানবপাচারকারী চক্রের হোতা আটক, ৭ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু চেইন্দা এলাকার থেকে মোঃ ইদ্রিস (৪২) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ সময় ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে চেইন্দা ইন্টারন্যাশনাল এ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মোঃ বিল্লাল উদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটককৃত মানবপাচারকারী চক্রের সদস্য হলো চট্টগ্রামের লোহাগাড়া দরবেশ হাট গ্রামের আহমদ কবিরের ছেলে মোঃ ইদ্রিস (৪২)।

এএসপি মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে মাহিন্দ্র গাড়ী থেকে পালানোর চেষ্টা কালে মানবপাচারকারীকে আটক করে ও ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...