একুশ
নুরুল শিপার খান
একুশ তুমি স্পর্ধা তোলা
রক্তমাখা মুখ–
একুশ তুমি দৃপ্ত স্লোগান
সাহস ভরা বুক !
একুশ তুমি কৃষক মুখে
সুয্যরাঙা হাসি
একুশ তুমি রক্তে গড়া,
বর্ণমালার বাঁশি
একুশ তুমি দামাল ছেলে
রক্ত ভাষা বন্যা!
একুশ তুমি বীর জননীর
পুত্র হারা কান্না।
একুশ তুমি আগুন একুশ
একুশ জয়ের হাসি
একুশ তুমি অমর একুশ
একুশ রাঙা খুশি।
পাঠকের মতামত