বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
প্রেস বিজ্ঞপ্তি:
পার্বত্য রাঙ্গামাটিতে এবার বসেছিল মহেশখালী অনলাইন প্রেসক্লাবের শীতকালীন মিলনমেলা।
৩-৪ ফ্রেব্রুয়ারি দুইদিনের আয়োজনে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব এর নেতৃত্বে একদল সাংবাদিক এবারের মিলনমেলায় অংশগ্রহণ করে।
ব্যস্তময় জীবন থেকে একটু প্রশাস্তির খোঁজে দ্বীপাঞ্চলের সাংবাদিকরা এবার পাহাড় ও লেকের নিসর্গ নগরখ্যাত রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে ফের ৪ জানুযারী (শুক্রবার) সন্ধ্যায় মহেশখালী ফিরেছেন।
এবারের পিকনিকে অংশ নেয় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজ সিকদার, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান এফ রহমান ও অসীম দাশ, সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহ, দপ্তর সাইফুল ইসলাম সাইফ, অর্থ সম্পাদক কপিল বিন আমির, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন আরজুসহ নেতৃবৃন্দরা।
পাঠকের মতামত