নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭ টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করেছে ১৪-এপিবিএন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কুতুপালং-১ ইস্ট ক্যাম্প থেকে সৈয়দ নুর (৪১) নামে ওই রোহিঙ্গাকে আটক করা হয়।
সে কুতুপালং ১ নং ইস্ট ক্যাম্পের সি/১০ এর মৃত ছব্বির আহমদের ছেলে।
১৪-এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্বর্ণ পাচারকারী রোহিঙ্গা আটকের এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ১৪-এপিবিএন।
এ সময় তার ঘর থেকে ছোট বড় বিদেশী ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ওজন ২২৬ গ্রাম, (১৯ ভরি, ৫ আনা, ৫ রতি)।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
পাঠকের মতামত