নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়কে মিনি ট্রাকের (ডাম্পার) ধাক্কায় দিদারুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রীজ এলাকায় মোটরসাইকেল আরোহী যুবকের সাথে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল ইসলাম বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মগনামা পাড়ার নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়কের পাশে আহত এক মোটরসাইকেল আরোহী পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু বলেন, চকরিয়া-বদরখালী সড়কে বেপরোয়া অবৈধ মিনি ট্রাক (ডাম্পার) ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ইতিপূর্বেও ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসান গনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
পাঠকের মতামত