প্রকাশিত: ২৮/০১/২০২২ ৬:২৭ অপরাহ্ণ
কাপ্তাইয়ে "আই লাভ কাপ্তাই জলারণ্য"র উদ্বোধন

 

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই:
রুপের রানী কাপ্তাইয়ের সৌন্দর্য আরো বৃদ্ধিসহ পর্যটক আকর্যণ করতে “আই লাভ কাপ্তাই” জলারণ্য ভিউ পয়েন্ট উদ্বোধন করা হয়েছে শুক্রবার (২৮ জানুয়ারী) বেলা ১১টায়।

কাপ্তাই রিভার ভিউ পার্কের সামনে ওই জলারণ্য ভিউ পয়েন্টে লাল সবুজের পতাকা টেনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবদুল হান্নান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, বিউবো নিরাপত্তা এডি মোঃ জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রুপসী কাপ্তাইকে আরো সৌন্দর্য মন্ডিত করতে এবং উপজেলায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে উপজেলা টিআর প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই জলারণ্য ভিউ পয়েন্ট স্থাপন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, পিডিবির জায়গার উপর এটি স্থাপন করা হয়েছে। এর চারপাশ জুড়ে রয়েছে কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি, রয়েছে সুউচ্চ পাহাড়, এছাড়াও স্থাপনার চর্তুপার্শ্বে রয়েছে অরণ্য। ফলে এর নাম করন করা হয়েছে ‘জলারণ্য’।

আই লাভ কাপ্তাই, লাল ও নীল দিয়ে খচিত লেখাটি কাপ্তাইয়ে বসবাসকারীদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পরিকল্পনা ও বাস্তবায়ন অফিসার মুনতাসির জাহান আরো বলেন, কাপ্তাইয়ের সন্তানদের জন্য এটি গর্বের। পর্যটকের আকর্ষণীয় পয়েন্ট হিসাবে চির স্মরণীয় হয়ে থাকবে জলারণ্য ভিউ পয়েন্ট।

কাপ্তাই ৪ নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, যে জলারণ্য ভিউ পয়েন্ট ইউপি এলাকায় স্থাপন করা হয়েছে, তার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, এর ফলে কাপ্তাই পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় এলাকা হিসেবে পরিচিত লাভ করবে। উল্লেখ্য, আই লাভ কাপ্তাই এটি সকলের জন্য উন্মুক্ত করার পর পর স্থানীয়রা এবং আগত পর্যটকদল এর পাশে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে দেখাযায়।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা