প্রকাশিত: ২৩/০১/২০২২ ৪:৫৪ অপরাহ্ণ , আপডেট: ২৩/০১/২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
কাপ্তাইয়ে পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক-১

 

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গত শনিবার।

আটককৃত যুবকের নাম বীরউত্তম ত্রিপুরা নিলয় (২৪)। তার বাড়ী রাঙামাটি সদরের গর্জনতলী এলাকায়। বর্তমানে সে বাবার কর্মস্থল কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকার জারুল বাগান সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্রীজের উপর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে রবিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...