
csb24.com :
মনহরি বড়ুয়া (৭৫) পরলোকগমণ করেছেন। (অনিচ্চাবত সংখারা… তেসং বুপো সামো সুখো)
তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত গিরেন্দ্র বড়ুয়ার ছেলে প্রকাশ অকিঞ্চ বড়ুয়ার বাবা।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ বিকেল ৩ টার দিকে দক্ষিণ ক্লাসপাড়াস্থ বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা এমনটি জানিয়েছেন পরিবারবর্গ।
এদিকে রুমখাঁপালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সদস্য বিনঞ্চ বড়ুয়া, রনু বড়ুয়া ও রুবেল বড়ুয়া’র পিতার মৃত্যুতে পারলৌকিক শান্তি-সদ্গতি কামনা করে বিবৃতি দিয়েছেন সভাপতি জয়সেন বড়ুয়া, সহ-সভাপতি মৃদুল বড়ুয়া, সাধারণ সম্পাদক বড়ুয়া, নির্বাহী সদস্য জুমু বড়ুয়া, রনু বড়ুয়া ও শিক্ষক রিমন বড়ুয়া মিশুসহ সকল সদস্যবৃন্দ।
পাঠকের মতামত