প্রকাশিত: ২০/০১/২০২২ ৯:০২ পূর্বাহ্ণ , আপডেট: ২০/০১/২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে পূর্বশত্রুতার জের ছুরিকাঘাতে যুবক খুন!

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক খুন হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা গেছে ওই ক্যাম্পের বাসিন্দা মৌলভী মনির হোসেন (৩৫) কে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। গ্রেফতার অভিযান চলছে এমনটি জানিয়েছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...