
নিজস্ব প্রতিবেদক:
রামুতে প্রথম দিনে ১৬১৬ জন শিক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছেন আজ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মোট ১০ হাজার ৪১০ জন শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে বলে উপজেলা সাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে।
শনিবার সকাল ৯টায় রামু উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও অফিসার্স ক্লাব টিকাদান কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।
বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হক, স্কাউট কমিশনার সুকুমার বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ প্রমুখ।
এ সময় ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, রামুর স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে ৮ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত রামু সরকারি কলেজ সহ রামু উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৪১০ জন শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে রামু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, প্রথম দিনেই রামু সরকারি কলেজ ও রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৬১৬ জন শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। শুধুমাত্র জন্ম নিবন্ধন ও টিকাকার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা দিতে পেরেছেন শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে। প্রত্যেক বুথে একজন করে মেডিকেল অফিসার ও একজন করে মেডিকেল এসিস্ট্যান্ট শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত সর্তকতার জন্য টিকাদান কেন্দ্রের পাশেই একটি এ্যাম্বুলেন্স এবং প্রতিটি বুথে একটি করে এএফআই বেড প্রস্তুত রাখা হয়েছে।
পাঠকের মতামত