
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেয়মান সয়লু এ কথা বলেছেন আজ।
শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এফডিএমএন ক্যাম্প-৯ এ অবস্থিত Turkish Field Hospital ও পার্শ্ববর্তী অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান, এমপি উপস্থিত ছিলেন।
সফরকালে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের শেল্টার হাউস পরিদর্শন শেষে সাধারণ রোহিঙ্গাদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন।
এরপর তিনি এফডিএমএন ক্যাম্প-১৭ তে তুর্কি সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে ইয়াহিয়া গার্ডেনে TIKA Kitchen এ মধ্যাহ্নভোজ শেষে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।
সফরকালে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম।
পাঠকের মতামত