প্রকাশিত: ০২/০১/২০২২ ৫:২৫ অপরাহ্ণ
উখিয়ায় বহুমূখী অপরাধে জড়িত ৪ রোহিঙ্গা আটক, বিদেশী অস্ত্র উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বহুমূখী অপরাধে জড়িত থাকায় ৪ রোহিঙ্গাকে আটক করেছে ১৪-এপিবিএন। এসময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

অস্ত্রসহ আটক রোহিঙ্গা হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২ ওয়েস্ট ব্লক ডি এর বাসিন্দা আব্দুল কুদ্দুস ছেলে আব্দুল জব্বার প্রকাশ পুতিয়া (৩৫)।

অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে রবিবার সকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয় জানিয়েছেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান অধিনায়ক নাইমুল হক।

তিনি বলেন, ১ জানুয়ারী (শনিবার) রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -৬ এর ব্লক এ হিল /১১ সামনে থেকে তাকে আটক করা হয়।

অপরদিকে একইদিন সরকারি আদেশ পালনে বাঁধা প্রদান ও বলপ্রয়োগে করার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করে এপিবিএন।

এদের মধ্যে দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...