প্রকাশিত: ৩০/১২/২০২১ ৬:১৮ অপরাহ্ণ
পাসের হার বেশি ব্যবসায় শিক্ষায়, জিপিএ-৫'য়ে এগিয়ে বিজ্ঞান

সিএসবিটুয়েন্টিফোর ডেস্কঃ

২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পাসের হার ৯৩ দশমিক ৫৮।

এ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা পাসের হারে অন্যান্য বিভাগের চেয়ে এগিয়ে রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের পাসের হার ৯৩ দশমিক ৫১। তবে জিপিএ-৫ বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এসএসসি পরীক্ষা-২০২১’ এর ফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া দুই মন্ত্রণালয়ের তিন সচিব, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৫ লাখ ৫ হাজার ২৮৮ জন। বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ৪ লাখ ৮৫ হাজার ১৭৬ জন। পাসের হার ৯৬ দশমিক শূন্য ৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৬৯৭ জন।

মানবিকে মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ২১ হাজার ১২২ জন। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮৫৪ জন। পাসের হার ৯৩ দশমিক ২৪। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৬১৪ জন।

ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ছিল মোট ৩ লাখ ৬৫ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৪২ হাজার ১৮১ জন। পাসের হার ৯৩ দশমিক ৫১। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩১৪ জন।

উল্লেখ্য, ২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৭৮ হাজার, ৯৮ জন। তিন হাজার ৬৮৫টি কেন্দ্রে ২৯ হাজার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশ নেয়।

এরই মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ৩৭ হাজার ৭০৩ জন।

সিএসবিটুয়েন্টিফোর-৩০/১২-থ,

পাঠকের মতামত

  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...