ক্রীড়া প্রতিবেদক,সিএসবি২৪:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ম্যাচে আজ কমলাপুর স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
একইসাথে শীর্ষ অবস্থানে অটুট রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।
তবে এ জয়ে দুর্দান্ত খেলা উপহার দিয়ে হ্যাট্রিক করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শাহেদা আক্তার রিপা।
রিপা উইঙ্গার হিসেবে খেলেন দুর্দান্ত পারফরম্যান্সে। তার হ্যাট্রিকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়।
একইসাথে রিপা’র নিজ জন্মভূমি কক্সবাজারের উখিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রশংসায় ভাসছেন তিনি। অনেক জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় এ জয়ে।
টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।
এদিকে,উখিয়ার মেয়ে শাহেদা আক্তার রিপা কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশংসার স্ট্যাটাসে ভরপুর হয়ে উঠেছে।
পাঠকের মতামত