প্রকাশিত: ০৩/১২/২০২১ ৭:৫০ অপরাহ্ণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নভেম্বরে ২৪১ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে নভেম্বর মাসে আরসার সদস্যসহ বিভিন্ন মামলার ২৪১ রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে আটকের সময় বিপুল পরিমাণ মাদক, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার জানান, গত মাসে বিশেষ অভিযানে ১৯৩ জন কথিত আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৩ হাজার ৫২২ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশি বিয়ার, পাঁচ বোতল বিদেশি মদ, মাদক বিক্রির নগদ দুই লাখ ৬৮ হাজার টাকা, দুটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন প্রকার ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করে। এই সংক্রান্ত ঘটনায় ৩৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, এ ছাড়া বিভিন্ন মামলার সন্দেহজনক ২১ পলাতক আসামি ও রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ রোহিঙ্গা গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, অবৈধ ৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৯টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

সিএসবিটুয়েন্টিফোর, ৩/১২.

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...