
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পাঁচটি ইউনিয়নের ১৮ বছরের উর্ধ্বে সকল মানুষকে করোনার টিকার আওতায় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রসমূহে উপস্থিত হলে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর সকাল ৯ টা থেকে রেজিষ্ট্রেশন ও প্রথম ডোজের টিকা দেয়া হবে।
করোনার টিকা গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রেজিস্ট্রেশন করা থাকলে টিকা কার্ড নিয়ে কেন্দ্রে চলে আসতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে জাতীয় পরিচয়পত্রসহ কেন্দ্রে চলে আসতে হবে। টিকা গ্রহণকারীদের রেজিস্ট্রেশন করিয়ে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে।
এ সময় ইউএনও করোনা মহামারি থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত করতে টিকা গ্রহণ করতে সকলকে অনুরোধ জানান।
যে সকল কেন্দ্রে টিকা দেয়া হবে :
জালিয়াপালং ইউনিয়ন –
১. সোনারপাড়া উচ্চ বিদ্যালয়
২. জালিয়াপালং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
৩. সোয়ানখালী সঃপ্রাঃ বিদ্যালয়
৪. জালিয়াপালং সঃপ্রাঃ বিদ্যালয়
রাজাপালং ইউনিয়ন –
১. কুতুপালং হাই স্কুল
২. উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
৩. আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়
৪. টাইপালং হামিদিয়া মাদ্রাসা
রত্নাপালং ইউনিয়ন –
১. পশ্চিম রত্না সঃ প্রাঃ বিদ্যালয়
২. তেলীপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়
৩. ভালুকিয়া উচ্চ বিদ্যালয়
৪. আমতলী সঃ প্রাঃ বিদ্যালয়
হলদিয়াপালং ইউনিয়ন –
১. মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়
২. শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়
৩. রুমখা উচ্চ বিদ্যালয়
৪. উত্তর বড়বিল সঃ প্রাঃ বিদ্যালয়
পালংখালী ইউনিয়ন –
১. বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়
২. থাইংখালী বিদ্যালয়
৩. পালংখালী ইউনিয়ন পরিষদ
৪. পালংখালী উচ্চ বিদ্যালয়।
ইউএনও করোনা মহামারি থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত করতে টিকা গ্রহণ করতে সকলকে অনুরোধ জানান।
পাঠকের মতামত