উখিয়া প্রতিনিধি: উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেডের(সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট) পুষ্টি কার্যক্রম পরিদর্শন করেন এসিএফের রিজিওনাল ডিরেক্টর ফিলিপ হামেল।
বুধবার (২৪ নভেম্বর) সকালে উখিয়ার রাজাপালং বাগানপাহাড় সিসিতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও এসিএফের (এ্যাকশন এগেইন্যাস্ট হাঙ্গার) অর্থায়নে শেডের পুষ্টি কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় শেডের পুষ্টি প্রকল্পের উপকারভোগীদের শীতবস্ত্র প্রদান,উঠান বৈঠক, পুষ্টিকর খাদ্য রান্না পরিদর্শন করেন।
এতে আরো উপস্থিত ছিলেন এসিএফের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইয়োনাট রাইতা,পিএম মশিউর রহমান,এসপিও আসাদুজ্জামান।
তিনি শেডের কার্যক্রম প্রশংসা করে বলেন, পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠীর মান উন্নয়নে শেড কাজ করে যাচ্ছে।
শেডের পক্ষ হতে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ও সেক্টর ফোকাল জিয়াউর রহমান,আইএমসিএন প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা,এসিসট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুজিত কুমার বনিক,উপজেলা নিউট্রিশন কো-অর্ডিনেটর রমজান আলী সহ প্রমুখ।
পাঠকের মতামত