প্রকাশিত: ২১/১১/২০২১ ১১:৪২ অপরাহ্ণ , আপডেট: ২১/১১/২০২১ ১১:৪৫ অপরাহ্ণ
র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বালুখালীর জাহাঙ্গীর নিহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব। এসময় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামের এক মাদককারবারি নিহত হয়েছে।

সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর র‍্যাব-৭ এর একটি টহল দল বালুখালী এলাকা হতে তিনজনকে আটক করে নিয়ে যায়। এসময় তাদের বাসা থেকে ১লাখ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ২১ নভেম্বর(রবিবার) দুপুরে কাকড়ার ব্রিজ নামক এলাকায় গোলপাতার বাগানে ইয়াবা গডফাদার মোঃ জাহাঙ্গীর আলম র‍্যাব এর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। নিহত জাহাঙ্গীর বালুখালী জমিদার পাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...