
আন্তর্জাতিক ডেস্কঃ
সালটা ২০১৬। এক গুরুতর রোগী তখন অপারেশনের টেবিলে। কিছুক্ষণের মধ্যেই ছুরি-কাঁচি নিয়ে অস্ত্রোপচার শুরু করবেন চিকিৎসক। কিন্তু হঠাৎ চিকিৎসকের স্মরণ হলো মধ্যাহ্ন ভোজের কথা। যেই ভাবা সেই কাজ। রোগীকে রেখেই দুপুরের খাবার খেতে চলে যান চিকিৎসক। এমন কাণ্ডে ম্যাসাচুসেটসের বোস্টন মেডিক্যাল সেন্টারের ওই চিকিৎসকে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছিলো।
দ্যা বোস্টন গ্লোবের প্রতিবেদনে অনুযায়ী, এ বিষয়ে বোর্ড অব রেজিস্ট্রেশন ইন মেডিসিন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ডা. টনি ট্যানউরি (৫৬) ২০১৬ সালের নভেম্বরে জরুরি অপারেশন ফেলে দুপুরে খাবার খেতে যান। এমনকি খেয়ে গাড়িতেই ঘুম দেন তিনি। এতে রোগীর অস্ত্রোপচার মিস করেন।
যদিও তার বদলে অন্যজনে করেন। কিন্তু এমন ঘটনায় তদন্ত শুরু করে মেডিক্যাল বোর্ড। গাড়িতে ঘুমিয়ে পড়ার বিষয়টি স্বীকারও করেছেন টনি।
এ বিষয়ে চিকিৎসক টনিকে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তাকে জরিমানা এবং পেশাগত প্রশিক্ষণ ও পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।
সূত্র: এবিসি সিক্স
পাঠকের মতামত